ইসরায়েলের দাবি, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে বিমান হামলা চালিয়েছে তারা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ আগস্ট) ভোরে এই বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামলার কতজন হতাহত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি।
ইসরায়েলের দাবি, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে বিমান হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার যেই অঞ্চল থেকে হামাস রকেট হামলা চালিয়েছে ওই এলাকা লক্ষ্য করেই বিমান হামলা চালিয়েছে তারা
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এর জবাবেই শুক্রবার (৬ আগস্ট) ২০ টির বেশি রকেট হামলা চালায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
মতামত দিন