কর্তৃপক্ষ এ ঘটনায় তিনজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে
বিপুল পরিমাণ বনরুইয়ের আঁশ ও নখ এবং হাতির দাঁত জব্দ করেছে নাইজেরিয়ার বন্যপ্রাণী পাচার রোধ কর্তৃপক্ষ। এগুলোর বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় সাড়ে চারশ কোটি টাকারও বেশি।
দেশটির কাস্টমস প্রধানের বরাত দিয়ে বুধবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
কাস্টমস প্রধান জেনারেল কর্নেল হামিদ ইব্রাহিম আলী এক বিবৃতিতে জানান, জব্দ করা জিনিসগুলোর মধ্যে ১৭,১৩৭ কেজি বনরুইয়ের আঁশ, ৬০ কেজি বনরুইয়ের নখ এবং ৪৪ কেজি হাতির দাঁত রয়েছে।
কর্তৃপক্ষ এ ঘটনায় তিনজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে এবং আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, যে এই পাচারচক্রের মূলহোতা।
কাস্টমস প্রধান জেনারেল কর্নেল হামিদ ইব্রাহিম আলী বলেন, “গ্রেপ্তার সন্দেহভাজনদের শিগগিরই আদালতে হাজির করা হবে। তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।”
আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান বনরুই পাচারের একটি কেন্দ্রস্থল হয়ে উঠেছে নাইজেরিয়া। সীমান্তে নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতি, আইনের প্রয়োগের অভাবকেই এজন্য দায়ী করে তারা।
আলী জানান, ব্রিটিশ, মার্কিন ও জার্মান কর্মকর্তাদের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান বাড়ানোর জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কাজ করে নাইজেরিয়ার কাস্টমস বিভাগ।
জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনডিওসি) অনুসারে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে আফ্রিকায় প্রাপ্ত বনরুইয়ের আঁশ ১০ গুণ বেড়েছে। তখন ১৮৫ টন আঁশ জব্দ করা হয়েছিল, যেগুলো প্রায় ৩ লাখ ৭০ হাজার বন্যপ্রাণীকে হত্যা করে সংগ্রহ করা হয়েছিল।
মতামত দিন