রাস্তাটি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও উঁচুতে নির্মিত হয়েছে, যেখানে নেপালের দক্ষিণ বেস ক্যাম্প ১৭,৫৯৮ ফুট উচ্চতায় এবং তিব্বতের উত্তর বেস ক্যাম্প ১৬,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত
পূর্ব লাদাখে ভূপৃষ্ঠ থেকে ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে নতুন একটি সড়ক নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন। এর মাধ্যমে বলিভিয়ার উটুরুনকুরকে টপকে বিশ্বের উচ্চতম রাস্তার নতুন রেকর্ড এখন ভারতের দখলে।
ভারতীয় সরকারের বরাতে বুধবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সড়কটি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও উঁচুতে নির্মিত হয়েছে। যেখানে নেপালের দক্ষিণ বেস ক্যাম্প ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় এবং তিব্বতের উত্তর বেস ক্যাম্প ১৬ হাজার ৯০০ ফুট উচ্চতায় অবস্থিত।
ভারতীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “উমলিংলা পাসের সড়কটি ১৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় নির্মিত হয়েছে, যা বলিভিয়ার ১৮ হাজার ৯৫৩ ফুট উঁচু রাস্তার আগের রেকর্ডকে টপকে গেছে। লাদাখের আর্থ-সামাজিক অবস্থা এবং পর্যটন শিল্পকে উন্নত করতে উমলিংলা পাস এখন একটি শীর্ষ সড়কের সঙ্গে সংযুক্ত।”
বিবৃতিতে ভারতীয় সরকার আরও জানায়, “কঠিন ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়ায়ও কর্মীদের দৃঢ়তা এবং একাগ্রচিত্ততার কারণে বর্ডার রোডস অর্গানাইজেশন এই কৃতিত্ব অর্জন করেছে।”
উমলিংলা পাসের মধ্য দিয়ে বর্ডার রোডস অর্গানাইজেশন একটি ৫২ কিলোমিটার দীর্ঘ টার্মাক রাস্তা তৈরি করেছে। মূলত এটিই বলিভিয়ার তার আগ্নেয়গিরি উটুরুনকুর সঙ্গে ১৮ হাজার ৯৫৩ ফুট সংযোগ রাস্তার আগের রেকর্ডকে ভাঙতে ভূমিকা রেখেছে।
সড়কটি এখন পূর্ব লাদাখের চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করেছে।
লাদাখের আর্থ-সামাজিক অবস্থা এবং পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে সড়কটি স্থানীয় জনসাধারণের জন্য একটি আশীর্বাদ হয়ে আসবে বলে দাবি ভারতীয় সরকারের।
মতামত দিন