কাবুলে প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটল
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদির বাসভবনে বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বন্দুকধারী বিদ্রোহীরা এ হামলা চালায়। এতে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কাবুলে প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে “আত্মঘাতী বোমা হামলা” বলে দাবি করেছে।
তবে হামলার সময়ে বিসমিল্লাহ খান মোহাম্মদি বাড়িতে ছিলেন না। তার পরিবারকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হামলার পর তিনি টুইটারে বলেন, চিন্তার কিছু নেই, সবকিছু ঠিক আছে।”
বিদ্রোহীরা অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের কাছে গাড়ি বোমা ফাটিয়ে ও গুলিবর্ষণ করে এই হামলা পরিচালনা করে। ওই গ্রিন জোনে বহু দূতাবাস এবং সরকারি ভবন রয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। সরকারি নেতাদের ওপর আরও হামলার হুমকি দিয়ে রেখেছে বিদ্রোহী দলটি।
তালেবানের যোদ্ধারা যখন আফগানিস্তানের বড় বড় তিনটি শহর দখল করার জন্য সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে তখনই দেশতির রাজধানীতে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটল।
আফগান পুলিশ জানায়, বন্দুকধারী পাঁচ হামলাকারীর মধ্যে চারজনকে হত্যা করা হয়েছে। হামলার খবর পেয়েই বিশেষ বাহিনীগুলো ঘটনাস্থলে যায়। হামলার পরে ঘটনাস্থলে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে বলে জানা যায়।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
মতামত দিন