ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই বিরোধী নেতার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ
ভারতের বিরোধীদলীয় নেতা, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করার পর দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকটি ছিল খুবই ইতিবাচক। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এর থেকে ইতিবাচক কিছু আসবে।"
বুধবার (২৮ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেন, "আমি জ্যোতিষী নই। তাই বিরোধী জোটের মুখ কে হবেন, কে নেতৃত্ব দেবেন তা আমি জানিনা। আমি চাই বিরোধীরা একজোট হোক। বিজেপি'র প্রার্থীর বিরুদ্ধে সম্মিলিত বিরোধী প্রার্থী লড়াই করুক।"
মমতা জানান, তিনি প্রধানমন্ত্রী হচ্ছে ইচ্ছুক নন। তিনি চান বিরোধীরা এক জোট হোক। তিনি বলেন, "আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার। তবে সকলকে একজোট হতে হবে। আমি একা কিছুই করতে পারবোনা।সামনে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেখানে সকল বিরোধীরা এক হয়ে লড়াই করুক।"
এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে কংগ্রেস সভাপতির সাথে সাক্ষাৎ করেছেন তৃণমূল প্রধান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই বিরোধী নেতার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত পাঁচ দিন ধরে দিল্লিতে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই সময়ে তিনি কমল নাথ ও আনন্দ শর্মার মতো জ্যেষ্ঠ কংগ্রেস নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
মতামত দিন