তবে মার্কিন বাহিনী ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
অবশেষে ইরাকে নিজেদের যুদ্ধ মিশন সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, “এ বছরের শেষ দিকে ইরাকে যুদ্ধ মিশন শেষ করবে মার্কিন বাহিনী। তবে তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে।”
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৬ জুলাই) ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের কৌশলগত আলোচনার অংশ হিসেবে হোয়াইট হাউসে এটাই তাদের প্রথম বৈঠক।
বাইডেন যুদ্ধ মিশন সমাপ্ত করার ঘোষণা দিয়ে বলেন, "মার্কিন সেনারা ২০২১ সাল শেষে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করবে কিন্তু সরাসরি যুদ্ধে অংশ নেবে না।" তবে বৈঠকে বাইডেন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের মোকাবেলায় সহায়তা করছে।
বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সোমবারের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন সমাপ্তির ঘোষণা দেওয়া হবে।
এদিকে ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি বৈঠকের আগের দিন বলেছিলেন, দেশে যুক্তরাষ্ট্রের সেনাদের এখন আর কোন প্রয়োজন নেই। তবে আইএসবিরোধী যুদ্ধ ও আমাদের সেনাদের প্রস্তুতির জন্য একটি সময়সীমা প্রয়োজন।
মতামত দিন