এছাড়া বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে
ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ৬৭ জন নিহত হয়েছেন। এছাড়া বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে। বন্যার পানিতে ডুবে যাওয়া অঞ্চলটিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। স্থানীয় সাহায্যকারী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার বেশ কয়েকটি টিম যৌথভাবে এ উদ্ধার অভিযানে কাজ করছে।
এনডিটিভি জানিয়েছে, বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদেরকে বাড়ির ছাদ বা আশেপাশের উঁচু স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে চিহ্নিত করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
নিহতদের মধ্যে কমপক্ষে ৩৬ জন মারা গেছেন শুধু তালাই থেকে এবং আরও ২৭ জনের মরদেহ শখর সুতা ওয়াদিসহ আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ভূমিধসে এখনও প্রায় ৩০ জন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ভারতীয় নৌবাহিনীর দু’টি ইউনিট, ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূল-রক্ষীদের দু’টি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
মতামত দিন