ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে
ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটি এলাকায় একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যার এ হামলা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা।
হতাহতরা সবাই আসন্ন ঈদ-উল-আযহার আগেরদিন ওই বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির নাশীর বার্তা সংস্থা টেলিগ্রামে একথা জানিয়েছে। আইএস বলেছে, তাদের একজন সদস্য ভিড়ের মধ্যে তার আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের মধ্যে নারী আর শিশুও রয়েছে।
স্থানীয়ভাবে তৈরি আইইডি বোমা দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এই হামলাকে 'জঘন্য অপরাধ' বলে অভিহিত করে শোক প্রকাশ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ।
মতামত দিন