ট্যাঙ্কারটি উল্টে গিয়ে সেখান থেকে পেট্রোল ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় লোকজন যখন সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল, তখনই বিস্ফোরণ ঘটে
কেনিয়ার পশ্চিমাঞ্চলে পেট্রোলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণে ১৩ জন নিহত এবং আরও অনেকে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। শনিবার (১৭ জুলাই) রাতে দেশটির কিসুমু ও বুসিয়া জেলা সংযোগকারী সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বুসিয়া জেলার পুলিশ প্রধান মোরেসো চাচার কাছ থেকে জানা যায়, কেনিয়া ও উগান্ডার সীমান্তবর্তী জেলা শহর বুসিয়া থেকে একটি দুধভর্তি ট্রাক কিসুমু শহরের দিকে যাচ্ছিল। একই সড়কের বিপরীত দিক থেকে কিসুমু থেকে বুসিয়ার দিকে আসছিল পেট্রোলবাহী একটি ট্যাঙ্কার। ট্যাঙ্কারটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে দুধবাহী ট্রাকটির সঙ্গে সেটির সংঘর্ষ হয় এবং ট্যাঙ্কারটি উল্টে গিয়ে সেখান থেকে পেট্রোল ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় লোকজন যখন সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল, তখনই বিস্ফোরণ ঘটে।
রবিবার সিয়া কাউন্টিতে স্থানীয় পুলিশ প্রধান চার্লস চাচা বলেন, "আমরা ঘটনাস্থলে বারোটি লাশ পেয়েছি। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।"
দুর্ঘটনার দুই ঘণ্টা পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেওয়া হয়। চাচা বলেন, "দুর্ঘটনায় আরও অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছোট শিশুরাও রয়েছে।"
২০০৯ সালে কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে একটি পেট্রোল ট্যাঙ্কার উল্টে গিয়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সম্প্রতি, ২০১৮ সালে তানজানিয়ায় একটি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছিল। ২০১৫ সালে দক্ষিণ সুদানের একই ধরণের দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি মারা যায়।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, প্রতিবছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় ৩ হাজার মানুষের।
মতামত দিন