৪০ বছর বয়সী দানিশের বসবাস মুম্বাই শহরে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন। তিনিই ভারতের প্রথম পুলিৎজার জয়ী ফটো সাংবাদিক
আফগানিস্তানে তালেবান হামলায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) পাকিস্তান সীমান্তের কাছে আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে মধ্যকার যুদ্ধের সময়ে তার মৃত্যু হয়।
রয়টার্সের বরাত দিয়ে আফগান এক সেনা কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগান ওই সেনা কমান্ডার জানান, বোলদারের প্রধান বাজার সংলগ্ন এলাকাটি পুনরুদ্ধারের জন্যে আফগানিস্তানের স্পেশাল বাহিনী যখন লড়াই চালিয়ে যাচ্ছিলো তখন তালেবানদের অতর্কিত হামলায় দানিশ সিদ্দিকী এবং একজন সিনিয়র আফগান অফিসারের মৃত্যু হয়।
সিদ্দিকী চলতি সপ্তাহের গোড়ার দিকে কান্দাহারের দক্ষিণ প্রদেশে আফগান বিশেষ বাহিনীর সাথে সাংবাদিক হিসেবে নিযুক্ত হন। তিনি আফগান কমান্ডো এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘটিত লড়াইয়ের ব্যাপারে জানিয়ে আসছিলেন।
টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জূলাই) রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাকে আহত অবস্থায় শিবিরে রেখেই আফগান সেনারা তালেবান বিরোধী অভিযানে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালে ফের তালেবান হামলার মুখে পড়ে আফগান সেনারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের।
ওই সাংবাদিক জানান, দানিশের দেহাবশেষের ছবিও এসেছে তাদের কাছে। কিন্তু তারা তা প্রকাশ করছেন না।
রয়টার্সের প্রেসিডেন্ট মাইকেল ফ্রেইডেনবার্গ এবং প্রধান সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি এক যৌথ বিবৃতিতে জানান, "জরুরি ভিত্তিতে এই অঞ্চলের কর্তৃপক্ষের সাথে কাজ করার মাধ্যমে আমরা আরো তথ্য চাইছি।"
বিবৃতিতে আরো বলা হয়, "দানিশ একাধারে একজন অসাধারণ সাংবাদিক, দায়িত্ববান স্বামী-পিতা এবং প্রিয় একজন সহকর্মী ছিলেন। এই দুঃসময়ে আমরা তার পরিবারের পাশে রয়েছি।"
৪০ বছর বয়সী দানিশের বসবাস মুম্বাই শহরে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন তিনি। টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে ফটো সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন।
রয়টার্সে যোগদানের ৬ বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন। ২০১৯-২০ সালে হংকং প্রোটেস্ট, ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন তিনি।
২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। তিনিই ভারতের প্রথম পুলিৎজার জয়ী ফটো সাংবাদিক।
মতামত দিন