এ বিষয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীরা অসহায় ও পরাজিত। তারা কখনোই আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না
তালেবানের বিরুদ্ধে এবার অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন আফগানিস্তানের নারীরা। এমনকি উত্তর ও মধ্য আফগানিস্তানের শত শত নারী রাস্তায় নেমে মিছিল করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের নারীদের অস্ত্র হাতে তালেবানবিরোধী স্লোগানের এসব ছবি ছড়িয়ে পড়েছে।
ঘোর প্রদেশের নারী বিষয়ক দফতর প্রধান হালিমা পরশতীশ বলেন, অনেকেই প্রতীকীভাবে নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিতে চান, অনেক চান যুদ্ধে যেতে। কিছুদিন আগেও আমিদসহ কয়েকজন গভর্নরকে জানিয়েছি আমরা যুদ্ধে যেতে প্রস্তুত।
তালেবানরা তাদের দখলে থাকা এলাকার নারীদের শিক্ষা, চলাফেরার স্বাধীনতা এবং পোশাকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
নারীরা শিক্ষা ও পরিবারে আরও বেশি ভূমিকা রাখতে চাইলেও তালেবানের কারণে পারছেন না।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের জোজানের এক তরুণ নারী সাংবাদিক বলেন, আমিও চাই পড়াশোনা করতে। যুদ্ধ থেকে দূরে থাকতে। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে যুদ্ধে জড়াতে।
তিনি আরও জানান, তিনিসহ আরও অনেক নারী প্রাদেশিক রাজধানীতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
এদিকে নারীদের এই সক্রিয় অবস্থান নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না তালেবান।
এ বিষয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীরা অসহায় ও পরাজিত। তারা কখনোই আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না।
তবে সামাজিক রক্ষণশীলতার বাঁধা পেরিয়ে সত্যি তালেবানবিরোধী লড়াইয়ে মাঠে না নামলেও তাদের এই নবউত্থান স্মরণ করিয়ে দিচ্ছে আফগানিস্থানের নারীরা আর চুপ থাকবেন না।
মতামত দিন