সকাল আটটায় নিজের বাড়ি থেকে সাইকেলে চড়ে রওনা দেন। এরপর দুপুর সাড়ে ১২টায় নিজ গন্তব্যে পৌঁছান তিনি
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম ১০০ রুপি ছাড়িয়ে যাওয়ায় এক অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যটির শ্রমমন্ত্রী বেচারাম মান্না। সাইকেলে চড়ে ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজ্যটির সংসদ ভবনে যান তিনি!
বুধবার (৭ জুলাই) সকাল আটটায় নিজের বাড়ি থেকে সাইকেলে রওনা দেন। এরপর দুপুর সাড়ে ১২টায় নিজ গন্তব্যে পৌঁছান তিনি।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, “জ্বালানির দামের তীব্র বৃদ্ধি নরেন্দ্র মোদী সরকারের সর্বশেষ ব্যর্থতা। কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরির ছাড়িয়েছে এবং আমরা এর প্রতিবাদ করছি।”
তিনি দাবি করেন, “কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষকে যেকোনো উপায়ে পিষে ফেলছে। অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার জনকল্যাণমূলক প্রকল্পের দ্বারা জনগণকে ন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করছে।”
এরআগে ২০০০ সালের শেষদিকে টাটা-ন্যানো কারখানার বিরুদ্ধে আন্দোলন করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন তিনি।
মতামত দিন