ভারতের উত্তরপ্রদেশের সেই যুবকের বাবার নতুন সংসারে ২ বছর বয়সী ছেলে সন্তানও রয়েছে যে তার সৎভাই
যুবক খুঁজে ফিরছিলেন নিজের নিরুদ্দেশ বাবাকে। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত বাবার অবস্থান খুঁজে পেলেও সেখানে গিয়ে যুবকের চক্ষুচড়কগাছ! বাবার পাশাপাশি বাবা বর্তমান স্ত্রী হিসেবে আবিষ্কার করলেন নিজের একসময়ের স্ত্রীকেই।
শুধু তাই নয়, তাদের সংসারে ২ বছর বয়সী এক ছেলে সন্তানও রয়েছে, সম্পর্কের দিক থেকে যে কি না ঐ যুবকেরই সৎ ভাই।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী ঐ যুবকের বাবা এক সময়ে বদায়ূঁতে নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেন। ৪৮ বছর বয়সী ঐ ব্যক্তি পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। তিনি পরিবারে অর্থ যোগান বন্ধ করে দিলে তার সন্ধান জানতে তথ্য অধিকার আইনে (আরটিআই) মামলা করেন যুবক। পরে বাবার সন্ধান পাওয়ার পর সেখানে যান যুবক।
জানা যায়, ২০১৬ সালে যুবকের বাবার বর্তমান স্ত্রীর সঙ্গেই বিয়ে হয়েছিল ঐ যুবকের। অবশ্য দুজনই তখন অপ্রাপ্তবয়স্ক। সেই বিয়ে টিকেছিল মাস ছয়েক। স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহবিচ্ছেদ করে মেয়েটি।
এদিকে, প্রাক্তন স্ত্রীকে খুঁজে পেয়ে তাকে ফিরে পেতে পুলিশে অভিযোগ করেছেন ওই যুবক। তার অভিযোগের পর দুইপক্ষকে আলোচনায় ডাকে বিসৌলি থানার পুলিশ।
সেই মেয়ের দাবি, বর্তমানে স্বামীর সঙ্গে সুখের সংসার ছেড়ে তিনি প্রাক্তন স্বামীর কাছে ফিরতে চান না।
বিসৌলি থানার এক কর্মকর্তা বলেন, "যুবকের প্রথম বিয়ের সময় দুইপক্ষই নাবালক ছিল। তাছাড়া, সে বিয়ের কোনও নথিও নেই। তাই এ মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে ফের আলোচনার জন্য আরও একটা নোটিশ দেওয়া হবে দুইপক্ষকেই।
মতামত দিন