দেশটিতে আরও দুইদিন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে
জাপানের রাজধানী টোকিওর মধ্যাঞ্চলীয় আতামি শহরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রদেশে ৪৮ ঘণ্টা ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। এর জেরে শিজুওকার আতামি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের কারণে জমি আলগা হয়ে কাদামাটি একত্রে মানুষের সাথে ঘরবাড়ি সব সরিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটিতে আরও দুইদিন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি সভা ডেকেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
মতামত দিন