এদিকে অসুস্থ কবীর সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. সৌমিত্র ঘোষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে বর্ষীয়ান এই শিল্পীর। তাছাড়া সোমবার (২৮ জুন) থেকে জ্বর কমেছে এবং আগের তুলনায় অক্সিজেনও কম লাগছে তার।
এছাড়া এক্স-রে’র রিপোর্টও ভালো এসেছে কবীর সুমনের। তবে, অ্যান্ডোস্কপি-তে ধরা পড়েছে গলার সংক্রমণ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সুমন।
উল্লেখ্য, সোমবার (২৮ জুন) অসুস্থ কবীর সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মতামত দিন