২০২০ সালের অক্টোবরে জন ম্যাকাফি তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার আগে স্পেনে গ্রেফতার হন
কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে দীর্ঘদিন স্পেনের স্পেনের বার্সেলোনার কারগারে আটক ছিলেন জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফির উদ্যোক্তা জন ম্যাকাফি। বুধবার (২৩ জুন) সেখানেই একটি কারাগার কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দিয়েছিলেন স্পেনের আদালত। এর কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে।
ব্রায়ানস টু পেনিটেনসারি কারাগার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সব ইঙ্গিত দেখে মনে হচ্ছে যে ম্যাকাফি আত্মহত্যা করেছেন।
কাতালুনিয়ান বিচার বিভাগ বলেছে, কারাগারের চিকিৎসকরা তাকে বাঁচাতে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।
এদিকে, আত্মহত্যা বলা হলেও তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে স্প্যানিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
২০২০ সালের অক্টোবরে জন ম্যাকাফি তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার আগে স্পেনে গ্রেফতার হন।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, কনসাল্টিং বা পরামর্শ বিষয়ক কাজকর্ম, বক্তৃতা-ভাষণের মত স্পিকিং এনগেইজমেন্ট, ক্রিপ্টোকারেন্সি এমনকি নিজের জীবনগাঁথার স্বত্ব বিক্রি করে তিনি শত শত কোটি টাকা আয় করলেও ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছে যে ম্যাকাফি তার আয়ের টাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নমিনিদের নামে জমা করে করের দায় এড়িয়ে গেছেন।
এছাড়া, তার বিরুদ্ধে ইয়ট, রিয়েল এস্টেটসহ অন্যদের নামে কেনা আরও বহু সম্পদের হিসাব গোপন করার অভিযোগও ছিল।
তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো।
১৯৪৫ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া ব্রিটিশ-আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি আশির দশকে নিজ নামে "ম্যাকাফি" প্রতিষ্ঠা করেন তিনি। তার হাত ধরেই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অ্যান্টি-ভাইরাসের সফটওয়্যার "ম্যাকাফি" বাজারে আসে।
তার সৃষ্ট অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার বিশ্বে শত শত কোটি ডলারের শিল্প গড়ে ওঠে। পরবর্তীতে প্রযুক্তি জগতে প্রভাবশালী ইন্টেলের কাছে এটি ৭৬০ কোটি ডলারের বিনিময়ে বিক্রি করা হয়। জন ম্যাকাফি ২০১১ সালে ইন্টেলের কাছে নিজ প্রতিষ্ঠান "ম্যাকাফি" এর স্বত্ব বিক্রি করে দেন।
মতামত দিন