প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গত ৮ ও ৯ জুন গভীর রাতে ওই চুরি হয়। তবে রবিবার (২০ জুন) বিষয়টি সামনে এসেছে
সম্প্রতি ভারতের ছত্রিশগড়ের রাজ্য সরকার প্রতি কেজি গোবর কিনছে ২ রুপির বিনিময়ে। ফলে সেখানে গোবরের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে ছত্রিশগড়ের কোরবা জেলারে ধুরেনা গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাও দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চুরি হওয়া ৮০০ কেজি গোবরের বাজারমূল্য ১ হাজার ৬০০ রুপি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গত ৮ ও ৯ জুন গভীর রাতে ওই চুরি হয়। তবে রবিবার (২০ জুন) বিষয়টি সামনে এসেছে।
দীপকা থানার এএসআই সুরেশ কুমা বলেন, "মোট ৮ কুইন্টাল গোবর চুরি হয়েছে। গত ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করে।"
পুলিশ আরও জানায়, কে বা কারা এ গোবর চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও দোটানায় রয়েছে পুলিশ।
কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় সরকার গোধন ন্যায় যোজনার নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধুরেনা গ্রাম থেকে সার তৈরির জন্য গোবর কেনা হবে। এজন্যই গোবর জমিয়ে রাখতে শুরু করেছিলেন গ্রামের বাসিন্দারা। সেখান থেকেই বড় একটা অংশ চুরি হয়েছে।
এছাড়া, গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে কংগ্রেস সরকারের। যার কারণে কেনা হচ্ছিল গোবর। সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা একাংশের।
মতামত দিন