আমদানি সংক্রান্ত বিধিনিষেধ বহাল থাকলে গাজার আরও কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা
বোতলজাত কোমল পানীয় কোম্পানি পেপসি চলতি সপ্তাহে তাদের গাজার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে দিয়েছে।
আমদানিতে ইসরায়েলের বিধিনিষেধের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কারখানাটির স্বত্তাধিকারীরা।
১৯৬১ সাল থেকে পেপসি গাজার এ কারখানাটি ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গত মাসে হামাসের সঙ্গে সংঘাত চলাকালে আমদানিতে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল।
যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল গাজা থেকে সামান্য পরিমাণে পণ্য রপ্তানির অনুমতি দিলেও এখনও কার্বন ডাই অক্সাইড গ্যাস ও সিরাপের মতো কাঁচামাল আমদানিতে কড়াকড়ি বহাল রেখেছে।
এ কাঁচামালগুলো পেপসি, সেভেন আপ এবং মিরিন্ডা সোডা উৎপাদনে প্রয়োজন।
পেপসি গাজার হামাম আল-ইয়াজেজি রয়টার্সকে বলেন “সব কাঁচামাল শেষ হয়ে যাওয়ায় আমরা কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হই, বাড়ি পাঠিয়ে দিতে হয় আড়াইশ শ্রমিককে।”
এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা সিওজিএটি বলেছে, “নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির কারণে, ইসরায়েল থেকে গাজা ভূখণ্ডে শিল্পের কাঁচামাল আমদানি সম্ভব হচ্ছে না।”
তবে ইসরায়েল গাজায় জ্বালানি, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ বেশকিছু জিনিস আমদানির অনুমতি দিচ্ছে, বলেছে সিওজিএটি।
আমদানি সংক্রান্ত বিধিনিষেধ বহাল থাকলে গাজার আরও কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মতামত দিন