গত মে মাসে ১১ দিনব্যাপী লড়াই শেষে যুদ্ধবিরতির পর এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালালো তারা
যুদ্ধবিরতি ভেঙে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মে মাসে ১১ দিনব্যাপী লড়াই শেষে যুদ্ধবিরতির পর এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালালো তারা।
ফিলিস্তিনি সূত্রের এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ জুন) গাজা সিটির উত্তর-পশ্চিম ও বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবনসহ খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে তারা। যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামাসের মুখপাত্র ফউজি বারহৌম এক বিবৃতিতে বলেছেন, এ হামলা নতুন ইসরায়েলি সরকারের একটি প্রদর্শনী।
তিনি বলেন, পবিত্র স্থাপনাগুলো রক্ষায় প্রতিরোধ বাহিনী ও সাধারণ জনগণ সতর্ক প্রহরায় থাকবে।
এর আগে, গত ১৬ জুন যুদ্ধবিরতি ভেঙে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি এলাকা থেকে বিস্ফোরক বেলুন ছোড়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে তারা। এর একদিনের ব্যবধানের আবারও দ্বিতীয় দফায় হামলা চালালো তারা।
মতামত দিন