্ঠিবাসকাদারকে বিশ্বাস করে কাজ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের কাজ ঠিকমত করেননি
ঠিকাদারের ওপর দায়িত্ব ছিল ড্রেনের ময়লা পরিষ্কারের, সঙ্গে রাস্তায় যেন পানি না জমে সেদিকেও লক্ষ্য রাখা। কিন্তু কাজের কাজ হয়নি দু'টির একটিও। তাই শাস্তি হিসেবে জলাবদ্ধ রাস্তায় ফেলে ঠিকাদারের ওপর ময়লা ঢালেন ভারতের মহারাষ্ট্রের চান্দিভালি এলাকার বিধায়ক বিধায়ক দিলীপ ল্যান্ডি।
এমন ঘটনার ভিডিওচিত্র ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ওই ঠিকাদারকে প্রথমে ধাক্কা মেরে রাস্তায় জমে থাকা পানির উপর বসানো হয়। তারপর ঠিকাদারের গায়ের উপর ময়লা ফেলতে নির্দেশ দেন দিলীপ ল্যান্ডি।
তার অভিযোগ, ওই ঠিকাদারকে বিশ্বাস করে কাজ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের কাজ ঠিকমত করেননি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানা যায়, মূলত মুম্বাইয়ে গত কয়েক দিন ধরে হওয়া প্রবল বৃষ্টিপাতে নিজের বিধানসভা অঞ্চল উত্তর মুম্বাইয়ের কান্দিভালিতে পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন দিলীপ ল্যান্ডি।
এসময় এক জায়গায় পানি জমে যাওয়ায় ঠিকাদারকে ডাকা হয়। এরপরই ওই ঠিকাদারকে রাস্তার পানিতে ধাক্কা মেরে ফেলে দেন বিধায়কের সঙ্গে থাকা লোকজন। তারপর বিধায়কের নির্দেশে ঠিকাদারের গায়ে ময়লা ফেলা হয়।
দিলীপ ল্যান্ডি বলেন, "এলাকায় যাতে পানি না জমে তার জন্য যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই দায়িত্ব ঠিকমতো পালন করেননি। মানুষ আমাকে বিশ্বাস করে বিধায়ক বানিয়েছেন। আমার কর্তব্য পালন করতেই এলাকায় এসেছিলাম।"
শুক্রবার (১১ জুন) মুম্বাইয়ের মেয়র কিশোরী কিশোর পেডনেকার বলেন, “প্লাস্টিক, পণ্য, আবর্জনা ইত্যাদি অনেক জায়গায় ফেলার কারণে নর্দমায় বৃষ্টির পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে জলাবদ্ধতার কারণে নাগরিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।"
যারা ড্রেন ও নর্দমায় আবর্জনা ফেলে রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুম্বাইয়ের মেয়র।
মতামত দিন