বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী নেইপিদো থেকে পিয়ন ওউ লোইন শহরে যাচ্ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তারা
মিয়ানমারে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। মিয়ানমারের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার (১০ জুন) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছে। পিয়ন ওউ লোইন শহরের একটি বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপিদো থেকে রওনা হয়েছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তারা।
পাইলটসহ ওই বিমানে মোট ১৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে সামরিক কর্মকর্তা ছিলেন ৬ জন, বাকিরা সবাই ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী। বিমানের পাইলট ও একজন যাত্রী মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছেন। গুরুতর আহত ওই পাইলট ও আরোহীকে ইতোমধ্যে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট শুরুর কিছুক্ষণ পর আকাশের ৩০০ মিটার (৯৮৪) উঁচুতে থাকা অবস্থায় বিমানটি হঠাৎ বিকল হয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং মান্দালয়ের একটি ইস্পাত কারখানার কাছে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন।
বিমান আছড়ে পড়ায় ওই কারখানা বা তার সংলগ্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
মতামত দিন