যুক্তরাষ্ট্রের প্রায় ৮ কোটি নাগরিক প্রতি মাসে এই অ্যাপটি ব্যবহার করে
যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাট বন্ধে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ প্রত্যাহার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
জাতীয় নিরাপত্তার ইস্যুতে ২০২০ সালে টিকটক নতুন করে ডাউনলোড নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প।
তবে ট্রাম্প সেসময় নিষেধাজ্ঞা জারি করলেও নানা আইনি বাধার মুখে পড়ে দেশটিতে তা এখনও কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রের প্রায় ৮ কোটি নাগরিক প্রতি মাসে এই অ্যাপটি ব্যবহার করে থাকে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাইডেনের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর এখন খতিয়ে দেখবে, অ্যাপ দু'টিতে নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা।
এ বিষয়ে জো বাইডেন জানান, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না তা নথিপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টিকটক কর্তৃপক্ষ।
এদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।
সেসময় ট্রাম্প যে আদেশ দিয়েছিলেন তার মাধ্যমে "ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস" লঙ্ঘন করা হয়েছিল বলে মন্তব্য করেন এসিএলইউ-এর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাশলে গর্স্ক।
ট্রাম্পের যেকোনো নির্বাহী আদেশ বাতিলের ক্ষমতা বাইডেনের রয়েছে বলেও জানান গর্স্ক।
মতামত দিন