ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় এ ঘটনা ঘটেছে
প্রত্যাশা করেছিলেন পুত্রসন্তানের। কিন্তু ভাগ্যে লেখা ছিল কন্যা সন্তান। পরপর তিন কন্যা সন্তান হবার পর এক ব্যক্তি রাগের মাথায় স্ত্রী ও ২ মেয়েকে কূপে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন।
ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রবিবার (৬ জুন) সন্ধ্যায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন ওই ব্যক্তি। কিন্তু বাড়িতে না ঢুকে মাঠের মধ্যে একটি কূপের সামনে দাঁড়ান তিনি। কূপের চারপাশ ঘেরা ছিল না। সেখানে নিজের মোটরবাইক দাঁড় করিয়ে স্ত্রী ও মেয়েদের কূপে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। তারপর সেখান থেকে পালিয়ে যান তিনি।
কূপের পড়ে যাওয়ার পরে ঐ নারী কোলের মেয়েকে নিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু তার বড় মেয়ে পানিতে ডুবে মারা যায়। কূপের থেকে উঠে স্থানীয়দের সাহায্যে থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক আছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
মতামত দিন