পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধরকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে
পাকিস্তানের সিন্ধু প্রদেশে সোমবার (৭ জুন) দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধরকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সারগোধাগামী মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে লাহোর থেকে করাচিগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মিল্লাত এক্সপ্রেস ট্রেনের কোচগুলো উল্টে যায়। তবে এখন পর্যন্ত লাইনচ্যুত হওয়ার নির্দিষ্ট কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ঘোটকি জেলা প্রশাসক উসমান আবদুল্লাহ জানান, প্রায় অর্ধশতাধিক যাত্রী এ দুর্ঘটনায় আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কেননা কোচগুলো উলটে তার নিচে যাত্রী আটকা পড়তে পারে।
আশেপাশের গ্রামবাসী, উদ্ধারকারী দল এবং পুলিশ নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
পাকিস্তান ট্রেন দুর্ঘটনা নতুন কিছু না। সরকারের দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার, অনেক দিনের পুরোনো রেলপথ এবং উন্নয়নে কম মনোযোগ দেওয়াই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মতামত দিন