সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে উপস্থিত সাতজনের কেউই বেঁচে নেই
"টারজান" চলচ্চিত্র অভিনেতা জো লারা যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী গোয়েন শাম্বলিন লারাসহ বিমানে থাকা বাকি পাঁচ ক্রুও নিহত হয়েছে বলে ফেসবুকে জানিয়েছে রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ(আরসিএফআর)।
আরসিএফআর জানায়, শনিবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ১১ টায় ছোট্ট জেট বিমানটি, টেনেসি বিমানবন্দরের স্মির্না থেকে ফ্লোরিডার পাম বিচের উদ্দেশে রওনা দেয়। প্রায় ১২ মাইল যাওয়ার পর বিমানটি ন্যাশভিলের দক্ষিণে পার্সি প্রিস্ট লেকে পড়ে যায়।
সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে উপস্থিত সাতজনের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন।
আরসিএফআরের কমান্ডার ক্যাপ্টেন জোশুয়া স্যান্ডার্স জানিয়েছেন,"আমরা এই মুহুর্তে আর জীবিতদের সন্ধান করছি না। ঘটনাস্থল থেকে যতটা সম্ভব প্রমাণ উদ্ধার করা যায় তার চেষ্টা করছি।"
উল্লেখ্য, জো লারা ১৯৮৯ সালে টেলিভিশন চলচ্চিত্র "ম্যানহাটন টারজান"-এ টারজান চরিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত টেলিভিশন সিরিজ "টারজান: দ্যা এপিক অ্যাডভেঞ্চারস"-এ অভিনয় করেছিলেন।
লারা ও তার স্ত্রী ২০১৮ সালে বিয়ে করেছিলেন। পেশায় ডায়েট গুরু গোয়েনের লারার সাথে বিয়ের আগে আরও দুই সন্তান রয়েছে।
মতামত দিন