ফেসবুক কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বেশ কিছু অ্যাকাউন্ট এবং পোস্ট ফেসবুক থেকে সরিয়ে ফেলায় ক্ষিপ্ত হয়েছেন প্রতিবাদকারীরা
সম্প্রতি ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদ করায় ফিলিস্তিনিদের বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট ও পোস্ট থেকে সরিয়ে ফেলে ফেসবুক। এতে ক্ষিপ্ত হয়ে এক অভিনব প্রতিবাদ করেছেন ফিলিস্তিনি ব্যবহারকারীরা।
সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপস্টোরে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পর্যালোচনা মান বা রিভিউ কমিয়ে দেওয়ার আহ্বান জানান ফিলিস্তিনের সমর্থকরা।
ফলে সত্যি অ্যাপস্টোর ও গুগল প্লে স্টোরে এর রেটিংস অনেকটাই কমে এসেছে। অ্যাপস্টোরে ফেসবুক অ্যাপের রিভিউ ৫ এর মধ্যে যেখানে ৪ ছিল, তা নেমে ২.৩ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, গুগল প্লে স্টোরে এর রেটিংস ২.৫ এ এসে দাঁড়িয়েছে।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিন ও ফিলিস্তিন সমর্থকদের হাজার হাজার এক তারকা রিভিউ দেওয়ার জন্যই এটা হয়েছে। এছাড়া বেশির ভাগ রিভিউয়ের সাথেই ফিলিস্তিনকে সমর্থক করে ফেসবুকের বিরুদ্ধে নানা মন্তব্যও করেছেন ব্যবহারকারীরা। এমনকি হ্যাশট্যাগ দিয়েও মন্তব্য করেছেন তারা।
সাধারণত ফেসবুক তার সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিলে “এসইভি” নির্দেশক ব্যবহার করে। সাধারণত সার্ভার ডাউন হয়ে ফেসবুক বন্ধ হয়ে গেলে বিষয়টিকে “এসইভি-০” হিসেবে চিহ্নিত করা হয়, অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ সংকটের সময় “এসইভি-১” নির্দেশক ব্যবহার করে অ্যাপটি। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে এসইভি-১ হিসেবে বিবেচনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফেসবুকের অভ্যন্তরীণ বার্তা বিভাগের এক জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী লিখেছেন, “ফিলিস্তিন ও ইসরায়েলের সাম্প্রতিক ঘটনায় ফেসবুকের ওপর থেকে বিশ্বাস পড়ে যাচ্ছে ব্যবহারকারীদের। তাদের পোস্ট আটকে দেওয়া কিংবা কম মানুষের কাছে পৌঁছুনো বা পোস্ট মুছে দেওয়া হচ্ছে বলে মনে করছেন তারা। তাই আমাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন তারা।”
এদিকে এবিসি নিউজ ফেসবুক কর্তৃপক্ষের একটি স্ক্রিনশট ফাঁস করেছেন। তাতে দেখা যায়, অ্যাপল স্টোর এবং গুগল স্টোর থেকে এক তারকা রিভিউগুলোর সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল তারা। তবে তা মানতে রাজি হয়নি অ্যাপল। তবে এ বিষয়ে গুগলের প্রতিক্রিয়া জানা যায়নি।
মতামত দিন