নিহত ওই তরুণের নাম হাসান ফারুক
পাকিস্তানে প্রেমিকার ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়ে তিনতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। দেশটির পাঞ্জাব রাজ্যের ফয়সালাবাদ জেলার দিজকোট এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, নিহত ওই তরুণের নাম হাসান ফারুক (২২)। ঘটনার সময় তিনি প্রেমিকার বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় প্রেমিকার ভাইয়ের বাড়িতে প্রবেশের শব্দ শুনতে পান। ফলে তিনি ভয়ে বাড়ির ছাদ থেকে লাফ দেন।
ঘটনার পর উদ্ধারকারীরা ওই তরুণকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে না জানিয়ে তার লাশ নিয়ে যায় পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনার খবর স্থানীয় টিভিতে দেখে নিহত হাসান ফারুকের বাড়িয়ে যায় পুলিশ। পরে পুলিশি কর্মকাণ্ড শেষে লাশ আবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ঝাং বাজার থানার পরিদর্শক আমির ওয়াহেদ বলেন, নিহতের ঘটনায় হাসানের পরিবার কোনো আইনি পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে।
মতামত দিন