সাগর ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন ও নিজের মা-বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেন
ফেসবুকে পরিচয়ের সূত্রধরে প্রেম, তারপর দেখা করার নামে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে ২৫ জনের বিরুদ্ধে। গত ৩ মে ভারতের দিল্লির হাসানপুর থানার রামগড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত ৪ বছর ধরে দিল্লিতে গৃহপরিচারিকার কাজ করেন ওই নারী। চলতি বছরের জানুয়ারি মাসে তার সঙ্গে ফেসবুকে সাগর নামের এক ব্যক্তির পরিচয় হয়। দু’জনের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়। বেশ কিছুদিন পর সাগর ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন ও নিজের মা-বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন।
এই প্রস্তাবে রাজি হয়ে গত ৩ মে সাগরের সাথে দেখা করতে রামগড় এলাকায় গেলে তাকে জঙ্গলে নিয়ে যান ওই যুবক। সেখানে আগে থেকেই সাগরের ভাই ও তার কয়েকজন বন্ধু মদের আসর বসিয়েছিলেন। ওই নারী সেখানে যাওয়ার পরই তাকে গণধর্ষণ করা হয়। পরের দিন তাকে আকাশ নামে একজন ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আরও ৫ জন ধর্ষণ করে। এভাবে বারবার যৌন নির্যাতনের পর অবস্থার অবনতি হলে সাগর ও তার সঙ্গীরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার ৯ দিন পর গত ১২ থানায় অভিযোগ করেন নির্যাতনের শিকার ওই নারী।
হাসানপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাজেশ জানান, তারা সাগরকে গ্রেফতার করেছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।
মতামত দিন