প্রাথমিকভাবে সংবাদমাধ্যমসূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিতে যাওয়ার কথা বলা হলেও সন্ধ্যা নাগাদ পাল্টে যায় ফলাফল
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম নিয়ে দেখা গেছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে দেশটির সংবাদমাধ্যমসুত্রে ১২০০ ভোটে মমতা বন্দ্যোপাধায়ের এগিয়ে যাওয়ার কথা বলা হলেও সন্ধ্যা নাগাদ পাল্টে যায় এ নির্বাচনের ফলাফল।
আনন্দবাজারের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৭ রাউন্ড ভোট গণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসে। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।
ভোটের রায় মেনে নিয়ে এ ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, “নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুঠ হয়েছে। আদালতে যাব আমরা।”
ভোটগণনাকে ঘিরে বিভ্রান্তির কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ আসনে নতুন করে গণনা হতে পারে।আনন্দবাজারের ওই প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। এমনটিই পত্রিকাটিকে জানিয়েছেন রাজ্যটির প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব।
মতামত দিন