মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নীল ডেলটাগামী ট্রেনটি তৌখে শহরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি
রবিবার (১৮ এপ্রিল) মিশরের কায়রোর উত্তরে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নীল ডেলটাগামী ট্রেনটি তৌখে শহরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এতে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার পরেই ৬০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। অল্প আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
এছাড়া দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্তকারী দলকেও সেখানে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি আবদেল-ফাত্তাহ আল-সিসি রবিবার সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন।
একটি প্রতিরক্ষা সূত্র সংবাদমাধ্যম এএফপি'কে জানিয়েছে, ট্রেনের চালক এবং অন্যান্য রেল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রেনের চালক এবং তার সহকারী চালকের কেবিনে ছিল না।
মিশরে ট্রেন দুর্ঘটনা নতুন কিছু নয়।যা গত মাসেও একটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার কমপক্ষে ২০ জন নিহত ও ১৯৯ জন আহত হয়েছিল। এর আগে ২০০২ সালের দেশটির সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনায় ৩৭৩ জনের মৃত্যু হয়েছিল। দুর্বল অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবে মিশরে প্রতিনিয়ত রেল দুর্ঘটনা ঘটছে।
এদিকে আফ্রিকার উন্নয়ন ব্যাংক মিশরের দুর্বল রেল ব্যবস্থা উন্নত করার জন্য এ মাসের শুরুর দিকে ১৭০ মিলিয়ন ডলার ঋণ দেবার ঘোষণা দেয়।
মতামত দিন