এ নিয়ে গত চার মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এই হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে গত চার মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের।
পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, ৮ জন নিহতের পাশাপাশি হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে, ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেড-এক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।
আরও পড়ুন - বাইডেন: যুক্তরাষ্ট্রে গুলিতে প্রতিদিন ১০৬ জনের মৃত্যু
জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি এক ব্যক্তিকে সাব-মেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি।
এদিকে মার্কিন পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, ওই এলাকায় নতুন করে আর কোনো হামলার আশঙ্কা নেই। তিনি স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী মার্কিন নাগরিকে অবাধে অস্ত্র ক্রয় ও বহন করতে পারে। দেশটিতে প্রায় প্রতিদিনই বন্দুক সহিংসতা ও নিহতের ঘটনা ঘটে।
গত ৮ এপ্রিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছেন এবং গুলিবিদ্ধদের মধ্যে ১০৬ জন মারা যাচ্ছেন।
মতামত দিন