এই নিয়ে দ্বিতীয় বছরের জন্য, সৌদি আরবে করোনভাইরাস নিষেধাজ্ঞার মধ্যে পালিত হচ্ছে রোজা
করোনাভাইরাস মহামারির কঠোর নির্দেশনার মধ্য দিয়েই আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সৌদি আরবে শুরু হলো মুসলিমদের সর্ববৃহৎ সিয়াম সাধনার মাস রমজান। রবিবার (১১ এপ্রিল) রাতে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু করার ঘোষণা দিয়েছিল দেশটির ধর্মীয় সংস্থা।
তবে করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে চলতি রমজানে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ-মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ।
এই নিয়ে দ্বিতীয় বছরের জন্য, সৌদি আরবে করোনভাইরাস নিষেধাজ্ঞার মধ্যে পালিত হচ্ছে রোজা।
সৌদি বাদশা সালমান বলেন, “বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র মাস রমজান। এবং বিশ্ব এখনও মহামারিতে ভুগছে। মহামারি প্রতিরোধে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রচেষ্টার যেন সফল হয় সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
সৌদি আরবে পুরো রমজান মাস জুড়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কেবলমাত্র টিকা নিয়েছেন বা সম্প্রতি করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এমন মুসল্লিরাই মদীনায় মসজিদে নববিতে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদে অনুমতি ছাড়া ওমরাহ পালনের চেষ্টা করলে হাজীদের ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
দেশটিতে ইতোমধ্যে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যার ফলে গত বছরের তুলনায় অধিক সংখ্যক মানুষ পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন। এবছর তাই দেশটির জনগণ আরও "স্বাভাবিক" রমজানের প্রত্যাশায় রয়েছেন।
এদিকে সোদি আরব ছাড়াও তুরস্ক, ফিলিস্তিন, মিশর, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তবে করোনাভাইরাস মহামারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশই রাতে কারফিউসহ মুসল্লিদের মসজিদে যেয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করে ঘরে বসে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন