এ ঘটনার প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ভোটগ্রহণের সময় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষে গুলি লেগে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১০ এপ্রিল) জানিয়েছে, এ ঘটনার প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচনের চতুর্থ ধাপে পশ্চিমবঙ্গে মোট ৪৪ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর পর বাকি থাকবে আরও চারটি ধাপ। যার ফলাফল ২ মে প্রকাশ করা হবে।
এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস বলেছে "সীতালকুচির ১২৬ নং বুথে, বিজেপি বুথ দখলের পর সিআরপিএফ দ্বারা ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।"
দেশটির নির্বাচন কমিশন চতুর্থ ধাপের প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্র রক্ষা করার জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) থেকে প্রায় ৮০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে।
মতামত দিন