বৃহস্পতিবার নিউজিল্যান্ডে নতুন করে ২৩ জন আক্রান্তের ভেতর ১৭ জনই ভারতীয় হওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়
ভারত থেকে আগত সকল যাত্রী এমনকি নিজ দেশের নাগরিকদেরও দু'সপ্তাহের জন্য দেশে প্রবেশ স্থগিত করেছে নিউজিল্যান্ড সরকার। দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের হঠাৎ ঊর্ধ্বগতির কারণেই সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, "আমরা ভারত থেকে আগত ভ্রমণকারীদের নিউজিল্যান্ডে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করছি।"
এই স্থগিতাদেশ ১১ এপ্রিল থেকে শুরু হয়ে এবং ২৮ এপ্রিল অবধি কার্যকর থাকবে। এই সময়ে নিউজিল্যান্ড সরকার পুনরায় ভ্রমণ চালু করার ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করবে।
ভারত এই মুহূর্তে কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গের সাথে লড়াই করছে যা গত বছরের সেপ্টেম্বরের প্রথম তরঙ্গের তুলনায় আরও ভয়াবহ আকার ধারণ করে। প্রতিদিনই দেশটিতে লাখের উপরে মানুষ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছে।
উল্লেখ্য নিউজিল্যান্ড তার সীমান্তের মধ্যে করোনাভাইরাস রোধে কার্যকরী ভূমিকা পালন করেছে। গত ৪০ দিনে দেশটিতে নতুন কোনো সংক্রমণের তথ্য পাওয়া না গেলেও বৃহস্পতিবার (৮ এপ্রিল) নিউজিল্যান্ডের ২৩ জন নতুন করোনভাইরাস আক্রান্তের মধ্যে ১৭ জনই ভারতের। যা গত অক্টোবরের পর দেশটিতে সর্বোচ্চ সংখ্যক। তাই দেশের মধ্যে কারও প্রবেশে আরও কঠোর অবস্থান নিচ্ছে নিউজিল্যান্ড সরকার।
মতামত দিন