ক্লান্তিতে চুরি না করে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ছেড়েই ঘুমিয়ে পড়েন চোর। দুর্ভাগ্যবশত বাড়িটি ছিল স্থানীয় জেলা পুলিশেরই এক অফিসারের
একটি বাড়িতে চুরি করতে গিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ছেড়ে ঘুমিয়ে যান চোর। সেদিন রাতে ওই বাড়িতে কেউ ছিলেন না। তবে সকালে বাড়ি ফিরে চোরকে ঘুম থেকে ডেকে তোলেন ওই বাড়ির মালিক পুলিশ অফিসার।
সম্প্রতি থাইল্যান্ডে ফেচাবুন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই যুবক রাত দুইটার দিকে চুরির উদ্দেশে ওই পুলিশ অফিসারের বাড়িতে ঢোকেন। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। তবে ক্লান্তিতে চুরি না করেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ছেড়েই ঘুমিয়ে পড়েন চোর। দুর্ভাগ্যবশত বাড়িটি ছিল স্থানীয় জেলা পুলিশেরই এক অফিসারের।
জানা গেছে, সকালে যখন বাড়ি ফেরেন পুলিশ অফিসার, বাড়ির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালু দেখে অবাক হন তিনি। এরপর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে ডেকে তুলতেই স্তম্ভিত হন ওই যুবক।
এরপরই যুবকের হাতে হাতকড়া ঝোলাল পুলিশ অফিসার।
মতামত দিন