মঙ্গলবার (৯ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন
হোয়াইট হাউজের নিরাপত্তী কর্মীদের “কামড়ে” দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের পোষ্য এবং বাইডেন পরিবারের অন্যতম প্রিয় সদস্য “মেজর বাইডেন”। ফলে জার্মান শেফার্ড কুকুরটিকে ফিরে যেতে হচ্ছে বাইডেন “ডিলাওয়ারের” বাড়িতে।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কে ওই কুকুরটির কামড়ের শিকার সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি।
২০১৮ সালে ডেলাওয়ারের একটি পশু আশ্রয়কেন্দ্র থেকে কুকুরটিকে কেনেন বাইডেন দম্পতি। গত ১৭ জানুয়ারি বাইডেন পরিবারের প্রবেশ অনুষ্ঠানের আগেই হোয়াইট হাউজে চলে যায় শেফার্ডটি।
তবে হোয়াইট হাউজে প্রবেশের পর থেকেই “উদ্ভট” আচরণ শুরু করে ৩ বছর বয়সী মেজর। দিনভর উত্তেজিত হয়ে নিরাপত্তা রক্ষীদের ধাওয়াও করতে থাকে বাইডেন পরিবারের পোষা কুকুরটি।
মতামত দিন