অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর প্রায় প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছে
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সময় রবিবার (২৮ ফেব্রুয়ারি) কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর এটাই সবচেয়ে রক্তাক্ত দিন।
বিবিসির খবরে বলা হয়, দেশজুড়ে বিক্ষোভে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়াঙ্গুন, বাগো ও দাওয়েই-এর মতো অন্তত তিনটি শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ও রাবার বুলেটে বহু মানুষ হতাহত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টানগান ও জলকামান ব্যবহার করা হয়।
অন্যদিকে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত সেদেশের ক্ষমতাচ্যুত সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানানোর পর তাকে বরখাস্ত করা হয়েছে।
অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর প্রায় প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছে। দিনে দিনে এই প্রতিবাদের মাত্রা আরও তীব্র হচ্ছে।
এই বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীগুলো শনিবার থেকে সাঁড়াশি অভিযান শুরু করে। তারা প্রচুর সংখ্যক প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে পুলিশকে প্রতিবাদকারীদের ওপর লাঠিপেটা করতে দেখা গেছে।
মতামত দিন