ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘অমিত শাহ বলেছিলেন, শ্রীলঙ্কা ও নেপালে দলকে ছড়িয়ে দিতে হবে। আমাদের সরকার গঠন করতে হবে'
ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেছেন, নেপাল আর শ্রীলঙ্কাতেও নাকি বিজেপি সরকার চান দেশটির কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করার জন্য খ্যাতি আছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। তবে তিনি এবার প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অস্বস্তিতে পড়তে বাধ্য। এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে জার্মান বার্তাসংস্থা ডয়চে ভেলে।
বিপ্লব দেব বলেছেন, শুধু ভারতেই নয় অমিত শাহ শ্রীলঙ্কা ও নেপালেও সরকার বানাবার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার কথা অমিত শাহই তাকে জানিয়েছেন বলে দাবি করে তিনি জানান, অমিত শাহ ত্রিপুরা সফরে এসে রাজ্য নেতাদের সঙ্গে চা-চক্রে আলোচনায় বসেছিলেন। সে সময়ই তিনি এই পরিকল্পনার কথা বলেন।
বিপ্লব জানিয়েছেন, তারা রাজ্যের অতিথি নিবাসে বসে আলোচনা করছিলেন। সেসময় অজয় জামোয়াল বলেন, ভারতের প্রায় সব রাজ্যেই বিজেপি সরকার গঠন করেছে। জামোয়াল হলেন বিজেপি-র উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিপ্লব দেব জানিয়েছেন, ''অমিত শাহ তখন বলেছিলেন, শ্রীলঙ্কা ও নেপাল বাকি আছে। ওই দুই দেশে দলকে ছড়িয়ে দিতে হবে। আমাদের সরকার গঠন করতে হবে।''
এই বিষয়ে আর বিস্তারিতভাবে জানাননি বিপ্লব দেব। এই প্রশ্নেরও কোনো জবাব দেননি যে, বিজেপি’র পক্ষে কীকরে নেপাল বা শ্রীলঙ্কায় দলকে ছড়িয়ে দেওয়া সম্ভব? কারণ, এটা তো ভারতের কোনো অঙ্গরাজ্যে দলকে ছড়িয়ে দেওয়া নয়, দুইটি বিদেশি রাষ্ট্রে দলকে প্রসারিত করা।
Biplab Deb Says Amit Shah Shared Plans For BJP Expansion To Nepal, Lanka https://t.co/K2BDPiprFk pic.twitter.com/LAvAz2LaT2
— NDTV News feed (@ndtvfeed) February 14, 2021
মতামত দিন