আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারে বন্ধ থাকবে ফেসবুক
মিয়ানমারে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারে ফেসবুক পরিষেবা বন্ধ থাকবে। ইন্টারনেট সরবরাহকারী ও টেলিকম কোম্পানিগুলোকে এই সিদ্ধান্ত মোতাবেক ফেসবুক বন্ধ রাখতে হবে। কারণ এই মাধ্যমটি ব্যবহার করে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা তথ্য, ভুয়া সংবাদ ছড়িয়ে মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) “টেলেটর মিয়ানমার” দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসকে জানায়, নির্দেশনাটি তারা মেনে নিলেও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।
মিয়ানমার সরকারকে এ পরিষেবাটি চালু করার আহ্বান জানিয়েছেন ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন। তিনি বলেন, “দ্রুত এ পরিষেবাটি সবার জন্য উন্মুক্ত করে দিলে মানুষ তাদের পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে জরুরি তথ্যের আদান করতে পারবে।”
মতামত দিন