এসময় ১২টি ফাইটার বিমান, ২ সাবমেরিন বিধ্বংসী বিমান এবং ১ টি পরিদর্শনের কাজে ব্যবহৃত বিমান ছিল বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রালয়
দ্বিতীয় দিনের মত তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান বড় ধরনের অনুপ্রবেশ ঘটিয়েছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার। রবিবার (২৪ জানুয়ারি) ১৫ টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে।
তাইওয়ান বলছে, আটটি পারমাণবিক বোমা ধারণের ক্ষমতাসম্পন্ন “এইচ-৬ কে” বিমানসহ ১২টি যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের মূল ভূখণ্ড এবং তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেন, “চীন-তাইওয়ান বিবাদ নিয়ে তাইওয়ানকে আত্মরক্ষা কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।“
চীন যেভাবে তার প্রতিবেশী দেশগুলোর ওপর শক্তি প্রদর্শন করছে তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, "আমরা বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বন্ধ করার এবং তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহবান জানাই।"
তিনি আরও বলেন, ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে এবং চীনা হুমকি থেকে তার প্রতিরক্ষা নিশ্চিত করবে এবং দুই পক্ষের মধ্যে চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে থাকবে।
মতামত দিন