ঘটনার প্রতিবাদে নিজ বাড়ির সামনে বসেই পাল্টা বিক্ষোভ দেখিয়েছেন পাঞ্জাবের হোসিয়ারপুরের বিজেপি নেতা তিকসান সুদ
ট্রাক্টর ভর্তি করে নিয়ে গিয়ে বিজেপি নেতার বাড়ির সামনে ফেলা হয়েছে গোবর। ভারতের পাঞ্জাবের হোসিয়ারপুরে কৃষি আইন নিয়ে প্রতিবাদস্বরূপ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
সেখানে বলা হয়, হোসিয়ারপুরের বিজেপি নেতা তিকসান সুদের বাড়ির সামনে প্রতিবাদ করছিলো বিক্ষুব্ধ কৃষকদের একটি দল। তারা নতুন ৩টি কৃষি আইন নিয়েই প্রতিবাদ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেই দলটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যে থেকে কয়েকজন ট্রাক্টরে করে গোবর এনে ওই নেতার বাড়ির সামনে ফেলে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
ঘটনার প্রতিবাদে নিজের বাড়ির সামনে বসেই পাল্টা বিক্ষোভ দেখান তিকসান। বিজেপি সমর্থকরাও পুলিশের সামনে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ অজ্ঞাতপরিচয় আন্দোলনকারীদের নামে একটি মামলা রুজু করে।
এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনার নিন্দা জানিয়ে ও প্রতিবাদকারীদের সতর্ক করে বলেছেন, ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদের নামে ব্যক্তিগত পর্যায়ে আঘাত করা লক্ষ্যকে নিচে নামিয়ে দেয়। প্রবল শীতে কৃষকরা সহনশক্তি দেখিয়েছেন। তবে কৃষক নেতাদের শান্তিপূর্ণ থাকার আবেদনেও কিছু ব্যক্তি নিজেদের সংযত রাখতে পারছে না।”
Cattle dung dumped at the residence of former Punjab minister and BJP leader Tikshan Sud in Hoshiarpur district today. @MohitBhukar95 pic.twitter.com/DgpWiW175k
— Choudhary Mohit Bhuker (@MohitBhukar95) January 1, 2021
মতামত দিন