ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মন্ত্রী নবাব মালিক বলেন, ‘যদি জার্মানিতে বার্লিনের প্রাচীর ভাঙা যেতে পারে, তাহলে এই তিনদেশ কেন এক হতে পারবে না?’
ভারতের মহারাষ্ট্র সরকারের জোটসঙ্গী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মন্ত্রী নবাব মালিক বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মিলে অখণ্ড ভারতের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে অবস্থিত “করাচি সুইটস” এর নাম নিয়ে সেখানে কিছুদিন আগে বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কের জেরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস দাবি করেছিলেন, করাচি একদিন অখণ্ড ভারতের অংশ হবে। সেসময় তিনি বলেছিলেন, “আমরা অখণ্ড ভারতে বিশ্বাস করি। বিশ্বাস করি, করাচিও একদিন অখণ্ড ভারতের অংশ হবে।”
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এবার রবিবার (২২ নভেম্বর) এনসিপি মন্ত্রী নবাব মালিক সাংবাদিকদের বলেন, “দেবেন্দ্র ফডনবিস বলার অনেক আগে থেকেই আমরা বলছি ভারত, পাকিস্তান, বাংলাদেশের এক হয়ে যাওয়া উচিৎ। যদি জার্মানিতে বার্লিনের প্রাচীর ভাঙা যেতে পারে, তাহলে কেন এই তিনদেশ এক হতে পারবে না?”
তিনি বলেন, “বিজেপি যদি চায় এই তিনটি দেশকে একসঙ্গে করে অখণ্ড ভারত তৈরি করতে, আমরা অবশ্যই তাদের স্বাগত জানাবো।”
মতামত দিন