রবিবার (১ নভেম্বর) এক টুইট-বার্তায় আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্স লেখেন, ‘তার মুত্যুতে বিশ্ব সাংবাদিকতা ও মধ্যপ্রাচ্য অন্যতম এক ধারাভাষ্যকারকে হারালো’
খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক, লেখক রবার্ট ফিস্ক মারা গিয়েছেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
আইরিশ টাইমস জানিয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তিনি মারা যান। তার স্ট্রোক করেছিল বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ১৯৭০ এর দশক থেকে ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা ও সমস্যা নিয়ে লেখালেখির জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা পররাষ্ট্রনীতি নিয়ে তার তীর্যক সমালোচনা বেশ বিতর্কেরও সৃষ্টি করেছিল।
পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে।
১৯৪৬ সালে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির মেইডস্টোন শহরে জন্মগ্রহণ করেন ফিস্ক। পরে তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে ডাবলিনের কাছে ডলকিতে বসবাস শুরু করেন।
সানডে এক্সপ্রেসে সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ফিস্ক। এরপর টাইমস সংবাদপত্রে যোগ দেন। এই পত্রিকার হয়ে উত্তর আয়ারল্যান্ডের অস্থিরতা সংক্রান্ত খবর সংগ্রহের জন্য ১৯৭২ সালে তিনি বেলফাস্টে চলে যান।
টাইমসের মালিক রুপার্ট মারডকের সঙ্গে বিতর্কের জেরে ১৯৮৯ সালে এখান থেকে পদত্যাগ করেন। ওই বছরই দ্য ইন্ডিপেন্ডেন্টে যোগ দেন, শেষ পর্যন্ত এখানেই ছিলেন তিনি।
রবিবার এক টুইট-বার্তায় ফিস্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্স। তিনি লেখেন, “তার মুত্যুতে বিশ্ব সাংবাদিকতা ও মধ্যপ্রাচ্য অন্যতম এক ধারাভাষ্যকারকে হারালো।”
"With his passing the world of journalism and informed commentary on the Middle East has lost one of its finest commentators."
— President of Ireland (@PresidentIRL) November 1, 2020
Statement from President Higgins on the death of Robert Fisk:https://t.co/iuewqXuE4n
মতামত দিন