তার বাড়ি তল্লাশি করে আটটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে
ভুয়া কলসেন্টার খুলে ব্যাংক জালিয়াতির অভিযোগে কলকাতার কুখ্যাত প্রতারক শেখ বিনোদকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। কলকাতা পুলিশের কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ জানান, একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজারের করা প্রতারণার অভিযোগ তদন্ত করতে গিয়ে বিনোদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কলকাতার পুলিশের দাবি, ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক ম্যানেজারের অভিযোগ, কুমার আনন্দ নামে এক ব্যক্তি অনলাইন ব্যাংক জালিয়াতির একটি অভিযোগ জানিয়েছেন তাদের কাছে। তদন্ত করে দেখা যায়, জালিয়াতির টাকা জমা পড়েছে চমন সিং নামে কলকাতার এক বাসিন্দার অ্যাকাউন্টে।
অভিযুক্ত চমন সিংয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, শেখ বিনোদের গা়ড়ির চালক হিসাবে কাজ করে সে। শেখ বিনোদই তাকে ওই অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন।
পুলিশের দাবি, চমন সিংয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আটক করা হয় শেখ বিনোদকে। তার বাড়ি তল্লাশি করে আটটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে।
মতামত দিন