৩,৫০০ কেজি ইলিশ আমদানি করে তা ইন্ডিয়ান সার্ডিন নামে চালিয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পেতে চেয়েছিলেন
নিষেধাজ্ঞার বিষয়ে জানা থাকা সত্ত্বেও বাংলাদেশি ইলিশ আমদানি ও বিক্রির দায়ে নিউজিল্যান্ডের একটি আমদানিকার ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার ডলার জরিমানা করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (২৯ জুলাই) অকল্যান্ডের একটি আদালত খান ব্রাদার্স ডিস্ট্রিবিউশন লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানটির ডিরেক্টর মুস্তাফিজুর রহমান খান ওরফে জন খানকে ৬ মাসের কমিউনিটি ডিটেনশন (চলাচলে বিধিনিষেধ) দিয়েছে। পাশাপাশি ১২ মাস তাকে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৭ সালের ডিসেম্বর ও ২০১৮ সালের জুলাইয়ে মাছ বিক্রির দুটি ঘটনায় মুস্তাফিজুর এবং তার প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হয়।
প্রতিষ্ঠানটি নিউজিল্যান্ডের “বায়োসিকিউরিটি অ্যাক্ট ১৯৯৩” উপেক্ষা করে ইলিশ আমদানি করেছিল।
দেশটির বায়োসিকিউরিটি অ্যাক্ট কৃষি ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এমন কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে দেশের বাইরে থেকে যাতে কোনো নিষিদ্ধ প্রাণী আসতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করে। এই আইনের আওতায় ইলিশও নিউজিল্যান্ডে নিষিদ্ধ।
উল্লেখ্য, “বায়োসিকিউরিটি অ্যাক্ট ১৯৯৩”-ই হলো বিশ্বের প্রথম জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক আইন যা নির্দিষ্ট কিছু কীটপতঙ্গ শিকার, হত্যা ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়।
কিন্তু, মুস্তাফিজুর ৩,৫০০ কেজি ইলিশ আমদানি করে তা ইন্ডিয়ান সার্ডিন নামে চালিয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পেতে চেয়েছিলেন।
এ বিষয়ে দেশটির গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড মিনিস্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর অব কম্প্লায়েন্স গ্যারি অর বলেন, বায়োসিকিউরিটি অ্যাক্টের লঙ্ঘন খুব কঠোরভাবে নেয় সরকার। বিশেষ করে মিথ্যা তথ্য দিয়ে ওই মাছগুলো আনা হয়েছিল।
“আমাদের বায়োসিকিউরিটি অ্যাক্ট অযথা প্রণয়ন করা হয়নি। নিউজিল্যান্ডে কেউ কোনো পণ্য আনলে অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে যে, সেটি ক্ষতিকর কিছু নয়।”
অর আরও বলেন, “একজন বায়োসিকিউরিটি অফিসার ওই মাছগুলোকে ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে দেখেছেন।”
উল্লেখ্য, মোস্তাফিজুরের ভাই মশিউর খান ওরফে জর্জ খান এবং তার প্রতিষ্ঠান খান'স সেকেন্ড জেনারেশন লিমিটেডও চলতি বছরের ১৫ জানুয়ারি একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল। তাকে জরিমানা করা হয়েছিল ১০ হাজার ডলার।
সাউথ অকল্যান্ডের ওটারা এলাকায় এই দুই ভাই সুপারভ্যালু ফুড শপের ব্যবসা করেন।
মতামত দিন