এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সাথে এবং টেকসই প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের এখনও ফিরিয়ে নেওয়া শুরু না হলেও সোমবার (১১ মে) তাদের প্রত্যাবাসনের ব্যাপারে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সাথে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে মিয়ানমার।
এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সাথে এবং টেকসই প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের তিনটি জনপদে বসবাসকারী সব সম্প্রদায়ের সুবিধার জন্য পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা ভিত্তিক উন্নয়নে সহায়তা করা।
রাখাইন রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআর বলছে, শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করা এবং মিয়ানমারে এখনও বসবাসরত জনগণের মানবাধিকার নিশ্চিত করা দেশটির সরকারের দায়িত্ব। ইউএনডিপি ও ইউএনএইচসিআর এ কাজে সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকক থেকে পাওয়া বার্তা অনুসারে, সমঝোতা স্মারকের মেয়াদ ২০২১ সালের জু পর্যন্ত বাড়ানোর ব্যাপারে মিয়ানমারের নেপিডোতে সোমবার নথি আদান-প্রদান হয়েছে।
এতে মিয়ানমারের পক্ষে দেশটির শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনপিডি ও ইউএনএইচসিআরের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।
এর আগে ২০১৮ সালের ৬ জুন ত্রিপক্ষীয় সমঝোতা স্মরকটি স্মাক্ষরিত হয় এবং পরবর্তীতে ২০১৯ সালের মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সরকারি বাহিনীর বর্বরতায় সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। অতীতেও বিভিন্ন সময় মিলিয়ে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।
মতামত দিন