সোমবার (১১ মে) টুইট করে এই সুখবর জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি নিজেই
মা হতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনয়শিল্পী শুভশ্রী গাঙ্গুলি। সোমবার (১১ মে) টুইট করে এই সুখবর জানিয়েছেন তিনি নিজেই।
এর আগে, গত ৫ মে মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার মতই বিবাহবার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানালেন শুভশ্রী। ১১ মে রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী।
টুইট-বার্তায় শুভশ্রী লিখেছেন, “দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে খুব আনন্দের সঙ্গে সুখবর জানাচ্ছি। আমাদের জীবনে আরও একজোড়া হাত আসছে, ধরার জন্য। আসছে আরও একটা হৃদয়, ভালবাসার জন্য।”
এরসঙ্গে পোস্ট করা ছবিতে রাজ-শুভশ্রীর পরনের টিশার্টেও সন্তান আগমনের বার্তা সুস্পষ্ট।
“অভিমান” ছবির শুটিংয়ের সময় ২০১৬ সালে টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় শুভশ্রীর। ২০১৮ সালে বাওয়ালি রাজবাড়িতে তারা বিয়ে করেন।
গতবছর ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে “পরিণীতা” ছবিতে তার অসাধারণ অভিনয় কেড়ে নিয়েছে অগণিত দর্শকের মন। এবছর তার ছবি “ধর্মযুদ্ধ” মু্ক্তি পাওয়ার কথা রয়েছে।
On the occasion of our 2nd marriage Anniversary ,we are happy to announce that we'll be having another hand to hold and another heart to love. We're pregnant! pic.twitter.com/hshNkuoAVP
— subhashree ganguly (@subhashreesotwe) May 11, 2020
মতামত দিন