গত ১৮ মার্চ এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে দেশের চিকিৎসাকর্মীদের জরুরি ভিত্তিতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন তিনি
স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করা ব্রিটিশ-বাংলাদেশি ডাক্তার আবদুল মাবুদ চৌধুরী করোনাভাইরাসে মারা গেছেন।
৫৩ বছর বয়সী এই চিকিৎসক মৃত্যুর আগে ১৫ দিন রোমফোর্ডের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন এবং স্থানীয় সময় গত বুধবার সেখানে তার মৃত্যু হয়।
এর আগে গত ১৮ মার্চ এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে দেশের চিকিৎসাকর্মীদের জরুরি ভিত্তিতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।
পূর্ব-লন্ডনের রমফোর্ড এলাকার হোমারটন হাসপাতালে কনসালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন আবদুল মাবুদ চৌধুরী। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
এদিকে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম শোকবার্তায় বলেছেন, “প্রাণঘাতী কোভিড-১৯ এ ডা. আবদুল মাবুদ চৌধুরীর অকাল মৃত্যুতে আমার গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। আল্লাহতায়ালা তাকে চিরশান্তির জান্নাত দান করুন।”
তিনি বলেন, “আমার চিন্তাভাবনা ও প্রার্থনা মৃতের পরিবারের সাথে রয়েছে। তার মৃত্যু কেবল তার পরিবার, বাঙালি ও ব্রিটিশ সম্প্রদায়ের জন্যই নয়, ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবাগুলো জন্যও অপূরণীয় ক্ষতি।”
“তিনি তার জীবনের শেষ দিনগুলোতেও মানুষের জীবন বাঁচাতে সাহসী পদক্ষেপ নিয়ে আমাদের গর্বিত করেছিলেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন”- যোগ করেন মুনা।
মতামত দিন