গত ২৬ মার্চ কোভিড-১৯ ধরা পড়ার পর থেকে নিজের ডাউনিং স্ট্রিটের বাসভবনে সেল্ফ আইসোলেশনে ছিলেন বরিস জনসন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র একটি খবরে বলা হয়।
বরিস জনসনের কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এটি জরুরি চিকিৎসা নয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিস জানায়, এটি মূলত পূর্বসতর্কতামূলক পদক্ষেপ কারণ বরিস এখনো সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ২৬ মার্চ কোভিড-১৯ ধরা পড়ার পর থেকে নিজের ডাউনিং স্ট্রিটের বাসভবনে সেল্ফ আইসোলেশনে ছিলেন বরিস জনসন।
এটিই ছিল কোনো প্রথম কোনো সরকার প্রধানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা।
মতামত দিন