হত্যাকারীর পরিচয় কিংবা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছুই জানতে পারেনি দেশটির প্রশাসন
আফগানিস্তানের কাবুলে উন্মুক্ত স্থানে ঘুমিয়ে থাকা ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়।
তবে, হত্যাকারীর পরিচয় কিংবা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছুই জানতে পারেনি দেশটির প্রশাসন। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে আফগানিস্তান পুলিশ।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ বলেন, "রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।"
তিনি আরও জানান, ফরেনসিক পরীক্ষায় জানা গেছে নিহতরা ঘুমানোর আগে মাদক সেবন করেছিলেন। তারা একটি উন্মুক্ত স্থানে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাদের ওপর গুলি চালানো হয়।
রয়টার্স জানায়, আফগানিস্তানে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছেন। এর মধ্যে কমপক্ষে ২০ লাখ মাদকসেবী গৃহহীন। যার অর্ধেকই কাবুলের রাস্তায় থাকেন।
উল্লেখ্য, গত দুই মাসে তীব্র শীতের কারণে রাস্তায় থাকা ৫০ মাদকসেবীর মৃত্যু হয়।
মতামত দিন